সিরিজ বাঁচানোর ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

 প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। আজ দ্বিতীয় ম্যাচে টসে হেরে আয়ারল্যান্ডও আগে ব্যাটিং বেছে নিয়েছে। ফলে এই ম্যাচেও প্রতিপক্ষের আমন্ত্রণে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ।


 

> খেলা সিরিজ বাঁচানোর ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ স্পোর্টস রিপোর্টার প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১৭: ৩৬ আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ১৭: ৪১ সিরিজ বাঁচানোর ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। আজ দ্বিতীয় ম্যাচে টসে হেরে আয়ারল্যান্ডও আগে ব্যাটিং বেছে নিয়েছে। ফলে এই ম্যাচেও প্রতিপক্ষের আমন্ত্রণে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। বিজ্ঞাপন সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে। সিরিজ বাঁচানোর লড়াইয়ে তিন পরিবর্তন নিয়ে নেমেছে লিটন দাসের দল। বাদ পড়েছেন রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও জাকের আলী অনিক। তাদের জায়গায় এসেছেন নুরুল হাসান সোহান, সাইফউদ্দিন ও শেখ মেহেদি হাসান। বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, তাওহিদ হৃদয়, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, নাসুম আহমেদ ও তানজিম হাসান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ